মানিকগঞ্জে ঘুড়ি উৎসব
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাড়িল গ্রামে প্রতিবছরের মতো এবারও হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। গতকাল শনিবার বিকেলে স্থানীয় নওশা-নজিব এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে।
জেলার বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টার, টাইটানিক, ডোল, সাপা, চিল, ময়ূরসহ বিভিন্ন নামের নানা প্রকারের শতাধিক ঘুড়ি এই উৎসবে যোগ দেয়।
বরেণ্য কবি আসাদ চৌধুরী এই ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন। এ সময় ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক নাসিম আহমেদ নাদভী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নাঈমা হক উপস্থিত ছিলেন। এলাকার বিপুলসংখ্যক মানুষ গ্রামীণ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব উপভোগ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।