বিএনপিকে নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণ করতে বিএনপি নির্বাচন বর্জন করেছে। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) আন্দোলনের ট্রেন মিস করেছে। নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে গেছে। এখন তাদের নতুন করে স্টেশনে, নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।’
আজ সোমবার দুপুরে সদর উপজেলার নয়াকান্দি এলাকায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আজ মানিকগঞ্জ-সিংগাইর-ঢাকা আঞ্চলিক সড়কে গ্যাড়াদিয়া ও আজিমপুর নামের দুইটি সেতুর উদ্বোধন এবং সিংগাইরে গলাকাটা ও ঋষিপাড়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।urgentPhoto
সেতুমন্ত্রী বলেন, ‘একটা দেশের তিনটি সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশ্বে জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশ যেভাবে তাদের কনসার্ন (মতামত) ব্যক্ত করেছে, সেটা কি কোনো দেশে ঘটেছে?। আমার জানা মতে এটা নজিরবিহীন ঘটনা। এটা সরকার পরিবর্তনের কোনো নির্বাচন নয়। এটা একটা দেশের তিনটা সিটির নির্বাচন। তাইলে আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে এ ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অতি সম্প্রতি আটজনের মতো লোক মারা গেছে। সেটা নিয়ে তো জাতিসংঘ বা অন্য কোনো দেশ সেখানে তো এ ধরনের তদন্তের কথা বলেনি।
সেখানে তো তারা সামান্যতম ডিপ কনসার্ন বা উদ্বেগ-উৎকণ্ঠা কিছুই ব্যক্ত করেনি।’
এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।