প্রধান আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুদ্দিন হত্যা মামলার প্রধান আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বালুয়াকান্দির জামালদী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গত বছরের ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদের নির্বাচনের সময় প্রতিপক্ষের হামলায় সামসুদ্দিন প্রধান নিহত হন। এ ঘটনায় গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফাতউল্লাহ খান তোতাকে প্রধান আসামি করে মামলা করা হয়। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মিজানুর রহমান গত ২৩ এপ্রিল তোতাসহ আরো অনেক আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে না-রাজি আবেদন করেছেন মামলার বাদী নিহতের স্ত্রী বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান মর্জিনা বেগম।
মর্জিনা বেগম ও তাঁর স্বজন এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ সকালে জামালদি বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগাম মহাসড়কের উভয়পাশে মানববন্ধন করে। এ সময় মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে গজারিয়া থানা পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
মানববন্ধনে বক্তব্য দেন মর্জিনা বেগম, নিহত চেয়ারম্যানের মা মালেকা বেগম, ভাতিজা ও বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, টিটু প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিববুল্লাহ মেম্বারসহ অনেকে।