সিরাজদিখানে বাসের চাপায় পথচারী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় ইয়ারুন নেছা (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী-১ ও ২ সেতুর মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন বোরাক পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়।
হাঁসাড়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, নিহত ইয়ারুন নেছা সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বরবদ্দা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। ধলেশ্বরী সেতু সড়কে রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ থেকে মাওয়াগামী বোরাক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ১৪-১৪৫০) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সার্জেন্ট হাসান জানান, ঘটনার পরপর এলাকার লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুর আড়াইটার দিকে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।