পরাজয়, চ্যালেঞ্জ আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়া এক সেলসম্যানের গল্প ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’। আত্মবিশ্বাস, অধ্যবসায় আর নিজের স্বপ্নকে তাড়া করার তাড়না জন্ম দেয় ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য অস্কার এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পান অভিনেতা উইল স্মিথ। উইল স্মিথের ছেলের চরিত্রে অভিনয় করেন তাঁরই ছেলে জ্যাডেন স্মিথ। ছবি : সংগৃহীত