টিএসসিতে থ্যালাসেমিয়া দিবস পালিত
আজ ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস আয়োজন করেছে সচেতনতামূলক কার্যক্রম। ৭ মে শুরু হওয়া দুদিনব্যাপী এই কর্মসূচি আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
আয়োজনের শেষদিনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নানাবিধ ছবি নিয়ে প্রদর্শনী হয়েছে। সেই সাথে উপস্থিত সবাইকে থ্যালাসেমিয়ার ভয়াবহতা নিয়ে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হিমোগ্লোবিনের ইলেকট্রোফোরেসিস নামক রক্তের একটি সহজ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে শরীরে থ্যালাসেমিয়া বাহকের উপস্থিতি রয়েছে কি নেই, তা সহজেই বোঝা যায়।
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতার রোগ। এর কারণে রোগীর শরীরে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয় এবং পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি হয় না। নিয়মিত রক্ত না দিলে কয়েক বছরের মধ্যেই মৃত্যু হতে পারে রোগীর। রক্ত দিলেও অনেক সময় ব্যয়বহুল ওষুধের অভাবে হৃদরোগ, হাড়ের গঠনগত সমস্যা, লিভার সিরোসিস, ডায়াবেটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতা দেখা যায়।
পরিসংখ্যানে দেখা যায়, প্রতি ১০ জনে একজন থ্যালাসেমিয়া বাহক থাকে এবং প্রতিদিন গড়ে ২০ জন শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে থ্যালাসেমিয়া জিন বহনকারী সংখ্যা প্রায় এক কোটি ১২ লাখ।