মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ
মুন্সীগঞ্জ সদর উপজেলার এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা আজ শুক্রবার সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে পাশের খালার বাড়িতে যাওয়ার পথে সরদারপাড়া গ্রামের সোহাগ তালুকদারসহ চারজন ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে। এখন পর্যন্ত মেয়েটিকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এ এইচ এম সালাউদ্দিন জানান, আজ দুপুরে মেয়েটির বাবা সোহাগ তালুকদারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে পুলিশ।