মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫
মুন্সীগঞ্জ সদর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়। আজ শুক্রবার দুপুর ১টায় সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শিশুদের ক্রিকেট খেলা নিয়ে খেলোয়াড়দের মধ্যে ঝগড়া বাঁধলে পরক্ষণেই তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় মোস্তফা মিঝির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ মিঝির লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় সোহাগ মিঝি (৫২), তাঁর ছেলে রকিবুল ইসলাম (২৭) ও মোরশেদা বেগমকে (৭০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছেন।