ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে রেল চলাচল স্বাভাবিক
এক দিনে দুইবার ট্রেনের চাকা লাইনচ্যূত হওয়ার পর শুক্রবার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত ৩টার দিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কুমিল্লার জাঙ্গালিয়াতে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি সরিয়ে নিলে ওই পথে আবার রেল চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদরের জাঙ্গালিয়াতে নাছিরাবাদ ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ।
এর চার ঘণ্টা আগে বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনের মালবাহী দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সাথে ঢাকা, সিলেটসহ দেশের ছয়টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রনটি উদ্ধার করে। চার ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার দুই ঘণ্টা পরই দুর্ঘটনার কবলে পড়ে নাছিরাবাদ এক্সপ্রেস।
পূর্বাঞ্চলীয় রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টায় লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। পরে রাত ৩টার দিকে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়।