মার্কিন অভিনেত্রী এলিজাবেথ ওলসেন গতকাল ২০ মে নিজের দ্যুতি ছড়ালেন ৭০তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে। তিনি ‘উইন্ড রিভার’ ছবির প্রদর্শনীতে যোগ দেন। এ সময় লাল কার্পেটে তিনি একে একে ছবি তোলেন মার্কিন অভিনেতা জেরেমি রেনার, অভিনেত্রী জুলিয়া জোনসসহ আরো অনেকের সঙ্গে। এলিজাবেথ ‘সাইলেন্ট হাউস’, ‘গডজিলা’, ‘অ্যাভেঞ্জার্স : এইজ অব আলট্রন’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ইত্যাদি ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ছবি : এএফপি