মেক্সিকোর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক আলেহান্দ্রো গনজালেজ ইনারিতু গতকাল ২২ মে ৭০তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন ‘ভার্চুয়ালি প্রেজেন্ট, ফিজিক্যালি ইনভিজিবল’ ছবির প্রদর্শনীতে। এটি ইনারিতুর নতুন ছবি। এ সময় ইনারিতুর সঙ্গে লাল গালিচায় ছবি তোলার জন্য দাঁড়ান মেক্সিকান সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি, মার্কিন প্রযোজক ম্যারি প্যারেন্ট, ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার মিউচিয়া প্রাদা প্রমুখ। ছবি : এএফপি