শিমুলিয়ায় ফেরি ক্যামেলিয়ার যাত্রা শুরু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির নতুন কে-টাইপ ফেরি ‘ক্যামেলিয়া’র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নৌমন্ত্রী শাজাহান খান এর উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, নৌপরিবহন সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।
কে টাইপ ফেরি ক্যামেলিয়া তৈরিতে ব্যয় হয়েছে সাত কোটি ৯৫ লাখ চার হাজার টাকা। এটি নির্মাণ করেছে হাইস্পিড ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জের ফতুল্লায় জার্মানি ও জাপানি প্রযুক্তির সহায়তায় নির্মিত এ ফেরিটির ধারণক্ষমতা ১২টি ২০ টন ওজনের ট্রাক। নির্ধারিত ১৮ মাস সময়ের দুই মাস আগেই বিআইডব্লিউটিসিকে ফেরিটি হস্তান্তর করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
উদ্বোধনের আগে শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে এই ফেরিটি বহরে যুক্ত হলো। স্বাধীনতার পর ৩৮ বছরে যেখানে মাত্র ২০টি ফেরি সংগ্রহ করা হয়েছে, সেখানে আমরা মাত্র পাঁচ বছরে ১৫টি ফেরি সংগ্রহ করেছি। ক্যামেলিয়া ১৩তম ফেরি। খুব শিগগির আরো দুটি ফেরি বহরের সাথে সংযুক্ত হবে। এতে আসন্ন ঈদ মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে। সে সময়ে প্রয়োজনে শুধু যাত্রী পরিবহনেও এটি নিয়োজিত থাকবে।
এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে প্রয়াত কবি হুমায়ুন আজাদের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
হুমায়ুন আজাদ ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ কবিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এর আগে মন্ত্রী রাঢ়ীখালে কবির জন্মভিটার পাশে নির্মিত হুমায়ুন আজাদ কমপ্লেক্সের উদ্বোধন করেন।