জার্মানির হামবুর্গে বার্ষিক সংগীত উৎসব গ্লোবাল সিটিজেন ফেস্টিভালে গান গাইলেন জনপ্রিয় পপ তারকা শাকিরা, জার্মান গায়ক মেয়ার লাদ্রুত ও ক্রিস মার্টিন। শুক্রবার থেকে হামবুর্গে শুরু হতে যাওয়া জি২০ সম্মেলনের নেতাদের দারিদ্র্য দূরীকরণের বিষয়ে আরো বেশি সচেতন করানোই এই কনসার্টের অন্যতম উদ্দেশ্য। দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে কনসার্ট দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। ছবিটি স্থানীয় সময় ৬ জুলাই-২০১৭, বৃহস্পতিবার তোলা। ছবি : এএফপি