মুন্সীগঞ্জে ভেজাল ওষুধ কারখানা সিলগালা, সাজা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের গ্লোবাল ল্যাবরেটরি নামের এক ভেজাল ওষুধ তৈরির কারখানা শনাক্ত করে সিলগালা করেছে র্যাব। এ সময় কারখানার তত্ত্বাবধায়ক সাইদুর রহমানকে আটক করে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টা থেকে অভিযান চালিয়ে ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকার একটি বাড়িতে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
র্যাব ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এ কর্মরত পুলিশ সুপার মো. শিবলী বলেন, ‘আমরা বহুদিন ধরে গ্লোব ল্যাবরেটরির ভেজাল ওষুধ তৈরির কারখানাটি খুঁজছি। অবশেষে তা শনাক্ত করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকসহ তাঁদের একটি দল ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীসহ আমরা একটি দল এ অভিযান চালাই।’
র্যাব কর্মকর্তা জানান, ওই ওষুধ কোম্পানির লাইসেন্স রয়েছে। তবে তা নবায়ন না করে এক বছরেরও বেশি সময় ধরে ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। অভিযান চলাকালে কারখানার তত্ত্বাবধায়ক সাইদুর রহমানকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।