মুন্সীগঞ্জে বজ্রপাতের শব্দে ৭ শিক্ষার্থী অসুস্থ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রাংলাবাজার ইউনিয়নে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বানিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলো হ্যাপী আক্তার (১১), সুমাইয়া আক্তার (১২), ময়না আক্তার (১৪), নিপা আক্তার (১১), জাকিয়া আক্তার (১৩), সাদিয়া আক্তার (১১) ও খুকু মনি (১১)। তারা সবাই বানিয়াল বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ সাতজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, বজ্রপাতের বিকট শব্দে ভয়ে অসুস্থ হয়ে পড়ে ওই সাত শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বজ্রপাতে মহসিন দেওয়ানের ছেলে নাছির দেওয়ান (১৭) আহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে ক্ষেতে কাজ করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে সে ভবেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ আছে।