এবার সেলফি স্বাস্থ্যসেবা
অসুস্থতা কি বলে কয়ে আসে? জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন অসুস্থাবস্থায় একটি সঠিক পদক্ষেপ অথবা কিছুটা বেশি সময় পারে একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে। বিশেষ করে হৃদরোগ এবং বার্ধ্যক্যজনিত রোগের ক্ষেত্রে কথাগুলো অনেক বেশি সত্যি। জীবনের এই সংকটময় মুহূর্তে জীবন বাঁচাতে এবং মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের চালিত ‘গ্রিন টিম’।
গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জরুরি অবস্থাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে গ্রিন টিম উদ্যোগ নিয়েছে ‘সেলফি স্বাস্থ্যসেবার’। বিশেষায়িত এই সেবার আওতায় আরব আমিরাতের নাগরিকরা জরুরি মুহূর্তে সেলফি তুলে বা সরাসরি ভিডিও চ্যাটের মাধ্যমে চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন । এ জন্য কল দিতে হবে ৯৯৯ নম্বরে, আর মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে একটি বিশেষ অ্যাপ্লিকেশন।
নতুন এই স্বাস্থ্যসেবাটির বিষয়ে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান আরব নিউজকে এই সেবা সম্পর্কে জানান, জরুরি ভিত্তিতে হয়তো চিকিৎসাসেবা প্রয়োজন। ফোন দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে।
অ্যাম্বুলেন্সও আসছে। কিন্তু অবস্থা এতটাই বেগতিক যে, গাড়ি আসার আগেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমন অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই ব্যতিক্রমী আয়োজন। জরুরি মুহূর্তে এর মাধ্যমে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ পাবেন রোগী।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স আরো জানান, ‘গ্রিন টিম’ স্বাস্থ্য পরিচালনা অধিদপ্তরের কাছে এ পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবটি অনুমোদন পেলে আরব আমিরাতের পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ একযোগে এ সেবাটি নিয়ে কাজ করবে।
আরব আমিরাতের পুলিশপ্রধান জেনারেল আবু- আব্দুল্লাহ বিন আল-সাদমান আরব নিউজকে বলেন, ‘দুবাইয়ের ক্রাউন প্রিন্সের এই প্রস্তাব আধুনিক এবং যুগোপযোগী। এতে জরুরি সেবার জন্য রোগী ও তার পরিবারের সদস্যরা যেকোনো সময় রাষ্ট্রীয় এবং বেসরকারি হাসপাতাল ও কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবে। এতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত তারা কী করবে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবেন চিকিৎসকরা। এর ফলে বহুজনের জীবন বাঁচবে এবং সঠিক সময়ে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।’