লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের ঝুমুর সিনেমা হলের সামনের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার শাকিল ভূঁইয়া (২৮), সালাহ উদ্দিন (২০) ও দীন মোহাম্মদ (২৫)।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত ১০টার দিকে কমলনগর উপজেলার এক গৃহবধূ ঢাকা যাওয়ার জন্য ঝুমুর সিনেমা হলের সামনের বাস টার্মিনালে এসে দাঁড়ান। এ সময় কয়েক যুবক কৌশলে তাঁকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
রাতভর গণধর্ষণ শেষে সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ওই গৃহবধূ র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।
এদিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, গণধর্ষণের ঘটনায় বুধবার সদর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন গৃহবধূ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাঁর পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।