নেত্রকোনায় অপহৃত শিশু উদ্ধার, আটক ১
অপহরণের একদিন পর এক শিশুকে আজ বুধবার নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশু অপহরণের অভিযোগে পুলিশ খিলা গ্রামের আরিফকে (২২) আটক করেছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গত মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুরের চান্দনার বাসার সামনে থেকে পাঁচ বছরের শিশু রিফাতকে অপহরণ করে চারজন। চক্রটি রিফাতকে আটপাড়ার খিলা গ্রামে নিয়ে আসে। মঙ্গলবার রাতে শিশুটির কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হয়। গ্রামের লোকজন রাতে অপহরণকারী ও শিশুটিকে নজরে রাখেন। আজ বুধবার সকালে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অন্যতম অপহরণকারী আরিফকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরিফ ঘটনার সঙ্গে জড়িত আরো তিনজনের কথা জানিয়েছে।
উদ্ধার করা শিশু ও অপহরণকারীকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ।