টুইটারে ইমো দিলেই হাজির হবে পিৎজা
পিৎজা খেতে ইচ্ছে করছে।কিন্তু ধারে কাছে পছন্দের পিৎজা শপের আউটলেট নেই। ভাবছেন কি করা যায়! অনলাইনে অর্ডার দেয়া যায়, ফোন করা যায়। কিন্তু তার চেয়েও সহজ উপায় আছে।
পিৎজা স্লাইসের একটি ইমোজি টুইট করে দিতে পারেন। সেই সূত্র ধরে ডমিনোস আপনার ঠিকানায় পৌঁছে দেবে পছন্দের পিৎজা । পিৎজা ইমোজিটি টুইট করতে হবে @Dominos অ্যাকাউন্টে।
এছাড়াও ঘরে বসে পিৎজা পাওয়ার জন্য ডমিনোসের আছে ‘পুশ ফর পিৎজা’ অ্যাপ্লিকেশন। সেখানে নিজের স্বাদমত পিৎজা অর্ডার দেয়া যাবে নানা স্বাদের মধ্যে থেকে বাছাই করে।
অ্যাপ্লিকেশনের মত টুইটারেই সদা সতর্ক ডমিনোস বাহিনী। টুইট করা মাত্রই তারা লেগে যাবে পিৎজা তৈরির কাজে। তবে আগে থেকে যদি অ্যাপ্লিকেশনে আপনার পছন্দের পিৎজার কথা লিখে রাখেন তাহলে ওদের জন্য কাজটা সহজ হবে।
এছাড়া টুইটের মাধ্যমেও জানিয়ে দিতে পারেন কেমন পিৎজা আপনার চাই! অর্ডার পাওয়ার আধা ঘন্টার মধ্যেই পিৎজা পৌঁছে যাবে আপনার ঘরে। ডমিনোস সেটাই বলছে।