বান্দরবানে বাংলাদেশ-ভারত সীমান্ত জরিপ শুরু
বান্দরবান সেক্টরের অধীনে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত সীমান্ত জরিপ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সীমান্তের দুর্গম সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর সীমান্ত পিলারের দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে যৌথভাবে এই জরিপকাজ শুরু করে।
বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের পক্ষে মিজোরাম রাজ্যের ১৬২ পাইন্দুকা বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অজিত রায় এবং বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী। উভয় দেশের ১৫ জন করে সদস্য এই সীমানা জরিপকাজে অংশ নিচ্ছেন।
বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান জানান, গত বছর বিজিবি বান্দরবান সেক্টর স্থাপনের পর প্রথমবারের মতো সেক্টরের আওতাভুক্ত বান্দরবান-রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির চারটি বিওপি ক্যাম্প (নিরাপত্তা চৌকি) এবং ভারতের সাথে ৪৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।
প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত দুই দেশের ২৩ থেকে ৬২ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত সীমানা জরিপ করা হবে। আজ সীমান্ত পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ সমীক্ষা এবং স্থাপিত পিলারগুলোর পরিদর্শনকাজ আরম্ভ হয়েছে বলে জানান কর্নেল অলিউর রহমান।