দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের সীমান্তবর্তী শহর মাসিমায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত ফারুক স্বপন (৪২) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের মৃত জানু মিয়ার ছেলে।
নিহত ফারুকের ছোট ভাই আশরাফুল আলম রানা বলেন, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় মাসিমায় একদল চাঁদাবাজ স্বপনের দোকানে আসে। পরে দুর্বৃত্তরা স্বপনকে গুলি করে হত্যা করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা দোকানের অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায় বলে রানা জানান।
ঘটনার পর পুলিশ এসে স্বপনের মৃতদেহ উদ্ধার করে। স্বপনের বন্ধু দক্ষিণ আফ্রিকায় অভিবাসী ভোলার মামুন পরিবারকে ঘটনাটি জানান।
২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান স্বপন। তখন থেকেই তিনি মাসিমায় একটি দোকানে কাজ করতেন।
আনুষ্ঠানিকতা শেষে স্বপনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছে স্বপনের পরিবার।