গাজীপুরে কালীগঞ্জের একটি রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন ছিল গতকাল বুধবার। হাসান ইমাম, সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, রোজিনা, ডিপজল, কাবিলা, ফেরদৌস, পপি, অমিত হাসান, রেসি, অনন্ত জলিল, বর্ষাসহ আরো অনেকে বনভোজনে এসেছিলেন। সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের উপস্থিতিতে দুপুর সাড়ে ১২ টার দিকে সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি আনন্দে কাটান চলচ্চিত্রের শিল্পীরা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম