বাড়ছে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় : ওবায়দুল
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে। তবে সেতুর কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে। ২০১৮ সালের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরোনো মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, শিডিউল অনুযায়ী পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। পদ্মা সেতুর প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। ওই সময় ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল ৬৯ টাকা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে ৭৮ দশমিক ৪ টাকা হওয়ায় সেতুর নির্মাণ খরচ বেড়ে হয়েছে ৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। এতে প্রাথমিক খরচের তুলনায় ব্যয় বাড়ছে ২৩ দশমিক ৫ শতাংশ।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। এ কারণে প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি তদারক করছেন। তিনি আরো বলেন, মূল সেতুর কাজের পাশাপাশি সংযোগ সড়ক, নদী শাসনসহ সেতুর সঙ্গে সম্পৃক্ত সব কাজ আগামী তিন বছরের মধ্যেই সম্পন্ন হবে।
সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।