নেত্রকোনায় বজ্রপাতে কৃষক ও স্কুলছাত্রের মৃত্যু
নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এসব ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়ার কৃষক ইঞ্জিল মিয়া (৪০) আজ শুক্রবার দুপুরে বাড়ির সামনে হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
অপরদিকে বিকেলে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কাওরা গ্রামের হাফেজ হাবিবুর রহমানের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র শহীদুল্লাহ (১৩) বাড়ির সামনে অন্যান্য শিশুর সাথে খেলার সময় বজ্রপাতে আহত হয়। তাঁকে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।