অগ্নিসংযোগের মামলায় ঝিনাইদহে চার বিএনপি নেতা কারাগারে
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে ঝিনাইদহে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অর্থবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্রবিযয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রনক।
আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁরা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহ আদালতের পরিদর্শক আশরাফুল বারী এনটিভি অনলাইনকে জানান, গত ৩০ জানুয়ারি জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতা আসামি।
তাঁরা বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।