মৌলভীবাজার হাসপাতালে ‘অবহেলা’য় মৃত্যু
মৌলভীবাজারে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। তাঁদের অভিযোগ, রোববার রাত সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার সাধনপুর এলাকার ইনাম উল্লা (৭০) নামের এক ব্যক্তির শ্বাসকষ্ট ও ইউরিন ইনফেকশনের সমস্যা দেখা দিলে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ইনাম উল্লাকে ভর্তি করা হয়। সেখানে তাঁকে প্রায় এক ঘণ্টা হাসপাতালের বিছানায় ফেলে রাখা হয়। একসময় কর্তব্যরত চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন বলে স্বজনরা জানান।
মৃত ইনাম উল্লার ছেলে মো. গিয়াস উদ্দিন অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের মধ্যে কেউই রোগীর কাছে আসেননি। এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পলাশ রায় জানান, কর্তব্যরত চিকিৎসক ও জনবল সংকট থাকায় চিকিৎসা দিতে বিলম্ব হয়েছে।
এ ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।