টয়লেটে মোবাইল, নিতে গিয়ে তিন ভাইয়ের মৃত্যু
খাগড়াছড়ির মহালছড়িতে টয়লেটের গর্তে পড়ে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমা ও তাঁর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনারটেক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অপর দুজন হলেন হেভেন্তু চাকমা (৩৫) ও উভেন্তু চাকমা (৩২)। তাঁদের উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাঁদের দুই প্রতিবেশীও অসুস্থ হয়ে পড়েন। urgentPhoto
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে হেভেন্তু চাকমা বাড়ির পাশে একটি টয়লেটে গেলে তাঁর মোবাইল সেটটি টয়লেটে পড়ে যায়। পরে সিমেন্টের রিংয়ের ওপর বসানো টয়লেটের কমোড খুলে মোবাইল তুলতে গিয়ে গর্তে পড়ে যান তিনি। পরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে মেজো ভাই উভেন্তু চাকমা তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে সেই গর্তে পড়ে যান। পরে বড় ভাই ভোরের কাগজের মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছোট ভাইদের উদ্ধার করতে গেলে তিনিও দুর্ঘটনার শিকার হন।
এদিকে তিন ভাইকে উদ্ধার করতে গিয়ে রিপন চাকমা (২০) ও বাবলু চাকমা (২২) নামে দুই প্রতিবেশী টয়লেটের বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হন।
পরে তাঁদের সবাইকে উদ্ধার করে ৱ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন সহোদরকে মৃত ঘোষণা করেন। রিপন চাকমা হাসপাতালে ভর্তি আছেন। বাবলু চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।