লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। লালমনিরহাট-বুড়িমারী সড়কের কালীগঞ্জের কাকিনা বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন মিয়ার বাড়ি জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি গ্রামে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, কাকিনা বাজারের মহিপুর মোড়ে একটি অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় লালমনিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান মিঠুন। আর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে ওই ঘটনার পর থেকে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেলে ঘণ্টা দুয়েক পর যান চলাচল স্বাভাবিক হয়।