মুন্সীগঞ্জে সৈনিক লীগের কার্যালয়সহ দোকান ও ঘরে আগুন, আহত ১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলিমউল্লাহ কলেজ রোডে অবস্থিত উপজেলা সৈনিক লীগের সভাপতির কার্যালয়সহ চারটি দোকান ও একটি বসতঘর আগুনে পুরোপুরি পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, গত রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। এ সময় ফারুক (৪৫) নামের একজন আহত হন। কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে উপজেলা সৈনিক লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান জানান, প্রতিহিংসামূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে তাঁর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা। আগুনে চারটি দোকানের মালাপত্রসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির কার্যালয়ে থাকা কাগজ, আসবাবসহ সবকিছু পুড়ে গেছে বলেও জানান তিনি।