নিরাপত্তা বাহিনীর গুলিতে পিসিবি নেতা আহত
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতা আহত হয়েছেন। আহত বৃতিভূষণ তঞ্চঙ্গ্যা (২৭) জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পিসিবি জেলা কমিটির সহসভাপতি। আজ মঙ্গলবার দুপুরে জেলার রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, সন্ত্রাস নির্মূলে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বৃতিভূষণ তঞ্চঙ্গ্যা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তখন নিরাপত্তা বাহিনী গুলি করলে বৃতিভূষণ তঞ্চঙ্গ্যা পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে আটক করা হয়। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জনসংহতি সমিতির (জেএসএস) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ক্যবামং মারমা এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জেএসএস বা পিসিবি নেতা-কর্মীরা জড়িত নন।