গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী তিন নারী শ্রমিক নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গজারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় কুমিল্লাগামী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ তিন শ্রমিকের লাশ উদ্ধার করে। এদের মধ্যে দুজন হলেন হামিদা বেগম (৪৫) ও কানন (৩৫)। অপরজনের নাম জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাঁরা দিনমজুরের কাজ করতেন।
নিহতদের লাশ পুলিশফাঁড়িতে রাখা আছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।