মুন্সীগঞ্জ প্রেসক্লাবে ভাঙচুর
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে হামলা চালিয়ে থাই গ্লাস ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিন-চারজন সন্ত্রাসী এ ঘটনা ঘটায়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের পিয়ন মো. তানজিল বলেন, ‘আজ সকালে অফিস খুলে পরিষ্কার-পরিছন্নতার কাজে ভেতরের কক্ষে ব্যস্ত ছিলাম। হঠাৎ হইচই-ভাঙচুরের শব্দ পেয়ে বাথরুমে লুকিয়ে থাকি। কিছুক্ষণ পর বাইরে এসে দেখি থাই জানালার অনেকগুলো কাচ ভেঙে মেঝেতে পড়া।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে পুলিশ প্রশাসন তা বিশেষ দৃষ্টি সহকারে দেখবে।
এদিকে হামলার পর মুন্সীগঞ্জ জেলায় দায়িত্বরত পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেন। তাঁদের কাছ থেকে প্রাথমিক তদন্তে জানা যায়, প্রেসক্লাবের অন্তঃকোন্দলে এ ঘটনা ঘটতে পারে।