সেতু ভেঙে বিচ্ছিন্ন মোরেলগঞ্জ-শরণখোলা
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিতে ওঠার বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় দুদিন ধরে মোরেলগঞ্জ ও শরণখোলা বিচ্ছিন্ন হয়ে আছে। এতে নদীর উভয় তীরে শত শত পণ্য ও যাত্রী পরিবহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে জনগণকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ফেরিতে ওঠার ৯০ ফুট লম্বা বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
বাগেরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আজ ব্রিজটি মেরামতের কাজ শেষ হতে পারে।
ফেরির মাস্টার মো. আবদুল মালেক জানান, ব্রিজের সাথে ২০০ টন ধারণক্ষমতার একটি অকেজো ফেরি বেঁধে রাখা ছিল। প্রবল স্রোতে সেটি হঠাৎ নদীগর্ভে চলে যায়। এ সময় টানে ওই ব্রিজটি ধসে পড়ে।