পোশাক কারখানায় হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি পোশাক কারখানায় সন্ত্রাসীদের হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ওই কারখানার পাঁচ শতাধিক পোশাক শ্রমিক।
আজ বুধবার সকাল ৯টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সফুয়া এলাকায় আমীর শার্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এ অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই দিকে কয়েক হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকাপড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি চলন্ত যানবাহনে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমীর শার্টস লিমিটেডের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী কারখানায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় কারখানার এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে আহত ও লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নেয়।