চাঁদাবাজির অভিযোগে আটক ৫, গুলিবিদ্ধ ১
খাগড়াছড়ি জেলা সদরের চম্পাঘাট আগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তাবাহিনীর এক সদস্যের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টাকালে গুলিতে একজন আহত হয়।
গুলিবিদ্ধ যুবকের নাম বিমল ত্রিপুরা (২৭)। আজ বুধবার বিকেল ৫টার দিকে নিরাপত্তাবাহিনী ও পুলিশ এই অভিযান চালায়।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের মেজর নাহিদের নেতৃত্বে একদল সেনাসদস্য পুলিশ নিয়ে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের চম্পাঘাটের আগবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে চাঁদাবাজদের সাথে যৌথবাহিনীর সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিমল ত্রিপুরা (২৭) একজন সেনা সদস্যের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাকালে গুলিতে আহত হয়। তাঁকে আটক করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় আটক অপর চারজনকে খাগড়াছড়ি থানায় নেওয়া হয়। তাঁরা হলেন সমরুম ত্রিপুরা (৩০), চাইহ্লাপ্রু মারমা (৪৮), দুলাল ত্রিপুরা (৩৮) ও বিজয় চাকমা (৩৫)। তাঁদের কাছ থেকে চাঁদার রশিদ, টাকা ও গাজা উদ্ধার করা হয়।
তবে আটক ব্যক্তিরা পাহাড়ি কোন সংগঠনের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ভূইয়া জানিয়েছেন, এ ব্যাপারে চাঁদাবাজি ও গাজা রাখার দায়ে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।