সমুদ্রসীমা নিয়ে প্রস্তুতি থাকতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমুদ্রসীমা নিয়ে আমাদের নিজস্ব কিছু প্রস্তুতি থাকতে হবে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সরকার সশস্ত্র বাহিনীকে ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার হিসেবে দেখতে চায় না।’
urgentPhoto
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বর্তমান মেয়াদে সরকার গঠনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মন্ত্রণালয় পরিদর্শনে যান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে ভবিষ্যতে আমাদের কী করণীয় সেটা করতে গেলে আমাদের তো নিজস্ব কিছু প্রস্তুতি থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিমানবাহিনীর জন্য মিগ-২৯ কিনলাম, নৌবাহিনীর জন্য ফ্রিগেট কিনলাম।এটা কিনতে গিয়ে কয়েকটি মামলাও আমার বিরুদ্ধে হলো। যাঁরা মামলা দিয়েছেন, তাঁরা এটা বুঝতে পারেননি যে আমাদের সমুদ্রসীমা অর্জন করতে গেলে এ জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজন।’
ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি নিয়ে ’৭৫-এর পর ২১ বছরে কেউ কোনো পদক্ষেপ নেয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তাঁদের উদ্যোগে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে, যা বর্তমান সরকারের একটি কূটনৈতিক সাফল্য। প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগের কারণে চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত ভাগ হতে পারেনি, তবে তা সাড়ে ছয় ভাগ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে, তবে তা নিয়ে হতাশায় ভোগা উচিত নয় বলেও জানান প্রধানমন্ত্রী। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ নেপালকে সব দিক দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।