কুষ্টিয়ায় শ্রমিক নেতা লাঞ্ছিত, মহাসড়ক অবরোধ
কুষ্টিয়ায় এক শ্রমিক নেতা লাঞ্ছিত করার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মশালায় অংশ নেন পরিবহন শ্রমিকরা। দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
আজ দ্বিতীয় দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বারান্দায় অবস্থান করছিলেন ট্রাক শ্রমিকরা। এ সময় জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর সাথে শ্রমিক নেতাদের মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ১১১৮) জেলার সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্তত পাঁচজন শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে জেলা প্রশাসনের কর্মচারীরা । এর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে খাবার নেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে কর্মচারীদের অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টা পর বিকেল ৫টায় অবরোধ প্রত্যাহার করে সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে জেলা ও পুলিশ প্রশাসনের অলোচনা চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম।