হামলায় ইউপি চেয়ারম্যান নিহত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানা (৩৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। গতকালই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান রানা। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের কাচিজুলি এলাকায় নিজ বাসভবনে মারা যান তিনি।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ইউপি চেয়ারম্যান রানা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. জাকির হোসেন খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের পোদ্দারপট্টি এলাকায় মা জুয়েলার্স নামে একটি দোকানে বসা ছিলেন মাহবুবুল আলম খান রানা। এ সময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমানের নেতৃত্বে একদল যুবক হামলা চালিয়ে মারধর করে ইউপি চেয়ারম্যান রানাকে। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসা নিয়ে রাতে বাসায় ফেরেন তিনি। শুক্রবার সকালে নিজ বাসায় মারা যান রানা।
ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসপি।