দৌলতপুরে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় হিসনা নদী থেকে সাইফ আলী নামের আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরে ভাসমান অবস্থায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
সাইফ হোসেনাবাদ গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর থেকে সাইফ আলী বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে হোসেনাবাদের আকিজ বিড়ির ফ্যাক্টরির পেছনে হিসনা নদীতে তার লাশ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে দৌলতপুর থানা পুলিশ সাইফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে, নাকি সে পানিতে ডুবে মারা গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।