নেত্রকোনায় ঘূর্ণিঝড়ে বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত
নেত্রকোনা সদর উপজেলায় ঘূর্ণিঝড়ের সময় বসতঘরে গাছ ভেঙে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন। এ ছাড়া সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার তিন ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
নিহত উকিল নেছা (৭০) উপজেলার কালিয়ারা গাবড়াগাতী (কেগাতি) ইউনিয়নের বাসাটি গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার জানান, ভোরৱরাতে সদর উপজেলার কেগাতি, মৌগাতি ও রায়পুর ইউনিয়নের ১২টি গ্রামের ওপর দিয়ে এ ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে প্রচুর বাড়িঘর বিধ্বস্ত হয়। গাছপালা ভেঙে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তী সময়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।