চলতি বছরেই বাংলাবান্ধা দিয়ে মানুষ পারাপার : নৌমন্ত্রী
চলতি বছরেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হবে বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ রোববার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে নৌমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির রাজনীতির সমালোচনা করেন।
শাজাহান খান বলেন, ট্রেন, বাস-ট্রাক-যানবাহনের চালক ও তাঁদের সহকারী, শিশু-নারীসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারা গণতন্ত্র নয়। ৯২ জন মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার এই আন্দোলনকে বিএনপি কী করে গণতন্ত্রের আন্দোলন বলছে?
বিএনপি যেন আর এমন আন্দোলন করতে না পারে সেজন্য মন্ত্রী সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
পরে শাজাহান খান বাংলাবান্ধা স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন এবং বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় নৌমন্ত্রী সাথে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শুল্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।