সতীন্দ্র ত্রিপুরা হত্যার বিচার দাবি
খাগড়াছড়ি জেলা সদরের ধর্মঘর এলাকায় সাবেক সেনা সদস্য সতীন্দ্র লাল ত্রিপুরার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে জেলা সদরের শাপলা চত্বরে তিন নম্বর গোলাবাড়ী ও চার নম্বর পেরাছড়া ইউনিয়নের এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ইউপি সদস্য সুকমল ত্রিপুরা, সমাজকর্মী বিপ্লব ত্রিপুরা, এলাকাবাসীর পক্ষে দয়াল কুমার দেওয়ান, রেরাচাই মার্মা, নিহতের ছেলে রণিক ত্রিপুরা প্রমুখ।
বক্তারা, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মো. মিজানুর রহমানের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী।
গত ১৬ মে খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকার বাসিন্দা সতীন্দ্র লাল ত্রিপুরাকে অজ্ঞাত সন্ত্রসীরা গুলি করে হত্যা করে। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য পাহাড়ে বিবদমান আঞ্চলিক সংগঠনগুলোকে দায়ী করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।