আটক ছেলেদের মাদক দিতে গিয়ে এবার মা শ্রীঘরে!
দুই ছেলে মাদকপাচারের মামলায় জেলে আছে। দুই ছেলের সঙ্গে দেখা করতে জেলে যাচ্ছিলেন মা। কিন্তু বিধিবাম। মায়ের পথ আটকাল পুলিশ। স্যান্ডেলের ভেতরে পাওয়া গেল ৫০টি ইয়াবা বড়ি ও ৫০ গ্রাম গাঁজা।
মাদক রাখার অভিযোগে আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক থেকে পুলিশ দুই ছেলের মা হোসনে আরাকে (৪৮) আটক করে।
হোসনে আরার বাড়ি সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের রাজনগর গ্রামে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, হোসনে আরার স্বামী নীলচান মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর দুই ছেলে মাদক মামলায় মুন্সীগঞ্জের জেলে রয়েছে। আজ সোমবার সকালে জেলখানায় থাকা তাঁর ছেলেদের কাছে স্যান্ডেলের তলার ভেতরে করে মাদক পাচারের সময় হোসনে আরাকে আটক করা হয়।