সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
সিলেট নগরীর টিলাগড়ে আজ মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। অভিযোগ উঠেছে, ছাত্রলীগেরই একাংশ এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর টিলাগড়ে আজমির হোটেলে বন্ধুদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় সাত-আটজনের একটি দল জাকারিয়াকে হোটেলের বাইরে এনে কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে জাকারিয়া চিকিৎসাধীন আছেন।
সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল দাবি করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু পক্ষের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘হামলার সময় হিরণ মাহমুদ নিপু নিজে নেতৃত্বে ছিলেন।’ হিরণ বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
তবে এ অভিযোগ অস্বীকার করে হিরণ মাহমুদ নিপু জানান, তিনি ঘটনার সময় টিলাগড়ে ছিলেন না। ‘জুনিয়র’ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
এ ব্যাপারে শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ‘টিলাগড় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দায়ীদের আটকের চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণিত হলে এ ব্যাপারে মামলা করা হবে।’