লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রাশেদ (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি রকেটলাঞ্চার, চারটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করা হয়।
রাশেদ সদর উপজেলার চর চামিতা গ্রামের আবুল খায়েরের ছেলে।
তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল বাশার, কনস্টেবল বাহার উদ্দিন ও দেলোয়ার হোসেন। তাঁদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, বাশার বাহিনীর সদস্যরা রাতে মটবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযানে যায়। ওই সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রাশেদ নামের ওই বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হন।