শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে শিখল শিক্ষার্থীরা
এখন থেকে শুদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সংগীত গাইবে কুষ্টিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে তাদের প্রশিক্ষণ দেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
আজ বুধবার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি প্রলয় চিসিম শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার এই কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশন করতে শেখান জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা। তিনি জানান, জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়ার জন্য পর্যায়ক্রমে কুষ্টিয়ার সব স্কুলে এই কার্যক্রম চালানো হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর দিদ্দিক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসানুল সিরাজী উপস্থিত ছিলেন।