মুন্সীগঞ্জে একরাতে ৩ গ্রামে ডাকাতি, আহত ৩
মুন্সীগঞ্জের গজারিয়ার তিনটি গ্রামের চারটি বাড়িতে একই রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোটরায় পাড়া ও মুদারকান্দি এবং টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
এসব গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রাত আড়াইটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়ার হাজী মোহাম্মদ সানাউল্লাহর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ২০-২২ জনের ডাকাতদল এসে হামলা করে। তারা বাড়ির সবাইকে বেঁধে রেখে ওই বাড়িতে ডাকাতি করে। এ সময় তারা মোবাইলসহ ১০ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রর আঘাতে আহত হন সানাউল্লাহর মেয়ে জামাই মো. মুক্তার হোসেন (৩৯)।
একই রাতে মুদারকান্দি গ্রামের মিসির আলী ও জামান মিয়ার ঘরে হামলা করে ডাকাতদল। এ সময় বাধা দিলে মিসির আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। অন্যদিকে জামান মিয়ার বাড়িতে ডাকাতি করার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে আহত হন জামান মিয়া।
আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে ইলিয়াছ মিয়ার গোয়ালঘর থেকে গতকাল মধ্যরাতে প্রায় তিন লাখ টাকা দামের তিনটি গরু নিয়ে যায় ডাকাতরা।
গজারিয়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, সেখানে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।