চান্দিনায় নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লার চান্দিনায় উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন চান্দিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ভিকারুননেছা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ জোবেদা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার উম্মূল খায়ের বুশরা, মো. সুলতান ভূইয়া, নারীনেত্রী সুফিয়া বেগম, মোসাম্মৎ নূরজাহান প্রমুখ।
এতে পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা অংশ নেন।