বিচারবহির্ভূত হত্যায় জড়িতরা বরখাস্ত হবে
আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকলে তাকে বরখাস্ত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোনো অনুমোদন দেয় না। এ ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সে ব্যাপারে অতীতেও তদন্ত করেছে রাষ্ট্র। যারা জড়িত ছিল, তাদের দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদের বাদ দিয়ে দিয়েছে।’ এ সময় তিনি বলেন, ‘বর্তমানেও যদি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অভিযোগ কারো থাকে, সে ব্যাপারে আইনানুগ তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের রাষ্ট্র তার চাকরি থেকে বরখাস্ত করবে। এবং সাজার ব্যবস্থা করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক রীতি অনুযায়ীই সব কাজকর্ম চলছে। সমস্যা হচ্ছে যে, গণতন্ত্রটাকে পুড়িয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছিল। তো, মানুষ পোড়ানোর রাজনীতি যতক্ষণ বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত বিএনপি, খালেদা জিয়া এবং আগুন সন্ত্রাসীদের গণতান্ত্রিক রাজনীতি করার কোনো অধিকার নাই।’
ইনু বলেন, ‘সুতরাং বিএনপিই ঠিক করুক যে, তারা মানুষ পোড়ানোর রাজনীতি করবে, নাকি গণতান্ত্রিক রাজনীতি করবে। যারা মানুষ পোড়ানোর রাজনীতি করছে, তাদের বাদ দিয়ে সবাই গণতান্ত্রিক চর্চা করছেন। সেই বিধায় বিএনপির নেতৃবৃন্দ ঠিক করুক, মানুষ পোড়ানোর রাজনীতির প্রধান কারিগর বেগম খালেদা জিয়াকে তারা বাদ দেবে, না তাঁকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর চক্রান্ত করবেন।’
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখার সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানের পর মন্ত্রীকে গার্ড অব অনার দেয় জেলা পুলিশ।