ঠাকুরগাঁও ব্যবসায়ী কল্যাণ সোসাইটির অভিষেক অনুষ্ঠান
ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় স্থানীয় বিডি হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী কল্যাণ সোসাইটির আহ্বায়ক আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক চাকা সচল করতে সরকারকে আরো উদ্যোগ নেওয়ার দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় এমন রাজনৈতিক কর্মসূচি ব্যবসার আওতামুক্ত রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী প্রমুখ।